
পত্নীতলায় গ্রামের মানুষের ভাতৃত্ববোধ বাড়াতে পান্তা-মাছের আয়োজন!
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ):
বাঙালির হাজার বছরের ঐতিহ্য ধরে রাখতে নওগাঁর পত্নীতলায় একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন 'চকদোচাই-বাবনাবাজ পরিবার' আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে পান্তা-মাছ ভাত খাওয়ার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল উপজেলার বাবনাবাজ মাদ্রাসা মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে স্থানীয় গ্রামের বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত মিলন মেলা পরিণত হয়েছিল। পান্তা-মাছ ভাত খেয়ে বৈশাখ উদযাপন করেন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংগঠনের আহবায়ক ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) পোরশা শাখা ব্যবস্থাপক মো: সাজেদুর রহমান। তিনি বলেন, 'আমাদের গ্রামের মানুষের ভাতৃত্ব বোধ জেগে তুলতে আমি এই সংগঠন নিয়ে কাজ করে যাচ্ছি। বিশেষ দিনগুলোতে আমরা একত্রিত হয়ে ভাবের আদান-প্রদান এবং হাজার বছরের ঐতিহ্য ধরে রাখতে বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি চালু রাখার জন্য পান্তা-মাছের আয়োজন করা হয়েছে।'
সংগঠনের সমন্বয়ক এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক মোঃ ফিরোজ আলী বলেন, 'আমরা চাই গ্রামের মানুষের হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরের সাথে যোগাযোগ রাখুক। তাই বিশেষ দিনগুলোতে আমরা বিভিন্ন ধরণের আয়োজন করে গ্রামের সকল মানুষের একে অপরের সাথে ভাবের আদান-প্রদানের সুযোগ করছি। সেই সাথে আমাদের নতুন প্রজন্মের কাছে বর্ষবরণের ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতি ভালোবাসা অবিরাম থাকবে। এরই ধারাবাহিকতায় আমরা বৈশাখ উদযাপন উপলক্ষে পান্তা ভাতের আয়োজন করি।'
উক্ত অনুষ্ঠানে এসময় স্থানীয় কৃতি সন্তান জনস্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ মোঃ হাসান আলী, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ রহমতুল্লাহ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ মামুদ রানা পলাশ, মোঃ শফিকুল ইসলাম (রানা), সাব্বির, সজল ও শিল্পী রাণী প্রমূখ উপস্থিত ছিলেন।