ডার্ক মোড
Friday, 01 November 2024
ePaper   
Logo
নোয়াখালীতে ইউএনও’র নম্বর ক্লোন করে অর্থ দাবি

নোয়াখালীতে ইউএনও’র নম্বর ক্লোন করে অর্থ দাবি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তিকে প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে অর্থ আদায়ের চেষ্টা করেছে প্রতারক চক্র।

গতকাল সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজকে দিনের বিভিন্ন সময়ে আমার ব্যবহৃত সরকারি নম্বরটি ক্লোন করে উপজেলার চরহাজারী, চরকাঁকড়া ও রামপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং চরএলাহী ইউনিয়নের সচিবকে ফোন করে সরকারি প্রকল্প পাইয়ে দিবে বলে অর্থ দাবি করে প্রতারক চক্র।

ইউএনও জিয়াউল হক জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আরও জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন