
দোহারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
দোহার (ঢাকা) প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় পবিত্র মাহে রমজান মাসে মুসলমান নারী-পুরুষ, শিশুদের উপর নজিরবিহীন ইসরায়েলি নির্যাতন,ইসরায়েলি গণহত্যা প্রতিবাদে এবং ভারতে মুসলমানদের উপর আগ্রাসন,সংখ্যালঘু মুসলমানদের উপরে অত্যাচার,নির্বিচারে হত্যার প্রতিবাদে দোহারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।
শুক্রবার ও শনিবার উপজেলার কালেমা চত্তরে দোহার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো.রনি দেওয়ান, সদস্য সচিব শহিদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন- অচিরেই ফিলিস্তিনের গাজ্জায় ইজরায়েলের অবৈধ হামলার বন্ধ করতে হবে। এছাড়াও গত জুলাই-২৪ গণহত্যায় জড়িত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন ¯েøাগান দিতে থাকে।¯েøাগানের পর প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, খুনি হাসিনা ও তার দোসররা এ দেশের মানুষের রক্ত চুষে খেয়েছে। মানুষের জীবন নিয়ে খেলা করেছে,তারা খুনি। খুনিদের এ দেশে রাজনীতি করার কোন অধিকার নেই।
এ সময়ে উপস্থিতি ছিলেন, দোহার বৈষম্য বিরোধী আন্দলোনের আহ্বায়ক রনি দেওয়ান , সদস্য সচিব শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসেন, যুগ্ম সদস্য সচিব সাফিন আহমেদ, মো. রাসেল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যকরী সদস্য শান মাহমুদ, জাকির হোসেন, মোহাম্মদ হজরত, দোহার উপজেলা জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য আদর ইসলাম আকাশ, তামিম দেওয়ান,সিয়াম বেপারি,মওদুদ আহমেদ সহ বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারন সদস্য ও আম-জনতা।