ডার্ক মোড
Wednesday, 16 April 2025
ePaper   
Logo
দোহারে পদ্মার বালু উত্তোলন নিয়ে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দোহারে পদ্মার বালু উত্তোলন নিয়ে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দোহার ও নবাবগঞ্জ (ঢাকা)প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলায় বিএনপির কার্যকরী সদস্য হারুন অর—রশিদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। রোববার ১৩ এপ্রিল দুপুরে দোহার প্রেস ক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শুরুতেই নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক
সভাপতি হারুন অর—রশিদ তার লিখিত বক্তব্য পেশ করেন। লিখিত বক্তব্যে হারুন বলেন, গত ১১ এপ্রিল ঢাকা জেলা বিএনপির
সভাপতির উপস্থিতিতে আওয়ামী ফ্যাসিস্ট শহিদ বাহিনীর অন্যতম সহযোগী মিরাজ হোসেন আমার নাম জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও অসংলগ্ন বক্তব্য প্রদান করেন যা গণমাধ্যমে প্রকাশ করা হয়। তার প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি। তিনি বলেন, গত ৮ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি ৭ এপ্রিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর মিরাজ হোসেনকে কে বা কারা হাত—পা বেঁধে পদ্মাপাড়ে বালু চাপা দিতে চেয়েছিল, কিন্তু সে দৌড়ে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীর পাড়ে অবস্থিত “স্রোত রেস্টুরেন্ট” নামক প্রতিষ্ঠানে উপস্থিত হন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে আমি খোঁজ খবর নিয়ে জানতে পারি ঘটনাটি সাজানো ও উদ্দেশ্য প্রনোদিত। তিনি আরো বলেন, নয়াবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি গৌতম সরকার ও ৭নং ওয়ার্ড বিএনপির
সাধারণ সম্পাদক সাইদুর রহমান শিপুকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল এ ঘটনা মঞ্চস্থ করেন।
আমরা এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি। এসময় নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবিষয়ে
অভিযুক্ত মিরাজ হোসেন বলেন, আমি ও আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আজকের সংবাদ সম্মেলন মিথ্যা ও বানোয়াট।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন