
তীব্র তাপদাহে ছাত্রদলের উদ্যোগে ঠান্ডা কোমল পানি এবং শরবত বিতরণ
পটুয়াখালী প্রতিনিধি
তীব্র তাপদাহে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও পটুয়াখালী জেলা ছাত্রদলের নির্দেশনায় দশমিনা উপজেলা ছাত্রদলের উদ্যোগে তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ঠান্ডা কোমল পানি এবং শরবত বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় দশমিনা চেয়ারম্যান মার্কেটের সামনের সড়কে এবং দশমিনা সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজ ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে এ ঠান্ডা কোমল পানি এবং শরবত বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও আলিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিদ্দিক আহম্মেদ মোল্লা, যুবদল নেতা-আবু তালহা তুহিন, ছিদ্দিক মেম্বার, দশমিনা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল বসার, ছাত্র নেতা-হাসান, লিমন মুকিত, সজল রায়, সজিব হাওলাদার, কেএম রাসেল, নিজাম উদ্দিন, কলেজ ছাত্রদল নেতা গাজী রাকিব ও আব্রাহাম লিংকন প্রমুখ।
দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল বসার বলেন- ছাত্রদল হবে মানবিক। আমরা সব সময়ই মানবিক কাজ করে আসছি।
কিছু দিন ধরে প্রচন্ড গরমে সাধারণ মানুষের জীবন বিপর্যয় তাই আমাদের এ উদ্যোগ।
সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে আমরা এ আয়োজন করে আসছি। আপনারা জানেন মহামারি করোনা ভাইরাস থেকে উপজেলা ছাত্রদল মানবিক ফাউন্ডেশন মানুষের সেবায় নিয়োজিত রয়েছে ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন