জয়পুরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন ও আলোচনা সভা
জয়পুরহাট প্রতিনিধি
"ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ" শ্লোগানকে প্রতিপাদ্য করে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভায় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রাহেলা পারভীনসহ অন্যান্যরা। এ সময় বক্তারা মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করে জয়পুরহাট জেলা কালেক্টরেট চত্বর সংলগ্ন সরকারি পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
এসময় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, মৎস্য চাষী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।