ডার্ক মোড
Monday, 07 April 2025
ePaper   
Logo
জেলায় প্রথমবারেরমত বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে প্লাটিনাম জয়ন্তী

জেলায় প্রথমবারেরমত বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে প্লাটিনাম জয়ন্তী



সোহেল কান্তি নাথ, বান্দরবান, ৫ এপ্রিল ২০২৫:
প্রথমবারেরমত বান্দরবান জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে ১ম ব্যাচের শিক্ষার্থীসহ প্রায় ২ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশ গ্রহনের মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনে প্লাটিনাম জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে বেলুন উড়ানো ও  শোভাযাত্রার মাধ্যমে প্লাটিনাম জয়ন্তী উৎসবের দিনব্যাপী নানা কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। পরে জাতীয় সংগীত ও শপথ পাঠের মাধ্যমে শুরু হয় রজত জয়ন্তীর মূল আনুষ্ঠানিকতা।

এদিকে প্লাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে হাজার হাজার প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলন মেলায় পরিনত হয় বিদ্যালয় প্রাঙ্গন। দীর্ঘদিন পর পুরানো বন্ধু-বান্ধবদের সাথে একত্রিত হতে পেরে খুশিতে উচ্ছ্বসিত আগত শিক্ষার্থীরা। প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয় ত্যাগের পর থেকে আমাদের অনেক বন্ধু-বান্ধবদের সাথে দীর্ঘ বছর ধরে দেখা হয়নি। এছাড়াও অনেক বন্ধু-বান্ধব মারাও গেছে। অনেকে আবার চাকরির সুবাদে দেশের বাহিরে রয়েছে। প্লাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে আজ আমরা দেশ-বিদেশে থাকা সকল বন্ধু-বান্ধব একত্রিত হতে পরে অনেক খুশি। এটি আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীরা এ থেকে অনেক কিছু শিখতে পারবে বলে মন্তব্য করে প্রাক্তন শিক্ষার্থীরা।  

প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি মোজাম্মেল হক লিটন বলেন, প্লাটিনাম জয়ন্তী উৎসবে দূরদূরান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থীরা এসেছে। এখানে প্রথম ব্যাচ ৭৫ সালের বেশ কয়েকজন শিক্ষার্থীরাও উপস্থিত হয়েছেন। দীর্ঘ দু’মাসের চেষ্টায় আয়োজিত প্লাটিনাম জয়ন্তী উৎসবটি প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিনত করেছি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল আলম, পুলিশ সুপার মো: শহীদুল্লাহ্ কাওছার, জোন কমান্ডার লে: কর্ণেল এএসএম মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক ও প্রাক্তন শিক্ষার্থী সাচিংপ্রু জেরি, সদস্য মাম্যাচিংসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

প্লাটিনাম জয়ন্তীর আয়োজকরা জানায়, বিদ্যালয়ের ১৯৫০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ৭৫ বছর পূর্তিতে ৭৫ বছরের প্রাক্তন শিক্ষার্থীসহ নতুন ও পুরাতন ২ হাজারের অধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রিয় প্রতিষ্ঠানের ভালবাসার টানে মিলনমেলায় যোগদিতে দেশবিদেশে থাকা প্রাক্তন শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন প্লাটিনাম জয়ন্তীতে।

এদিকে দিনব্যাপী এ অনুষ্ঠানের মধ্যে ছিল, থিম সাং, সাংষ্কৃতিক অনুষ্ঠান, শিক্ষক ও গুনিজনদের সম্মাননা স্মারক প্রদান এছাড়াও প্রাত্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, মধ্যাহ্ন ভোজ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের গিফট হাম্পার প্রদানসহ নানা আয়োজন।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন