
জাবিপ্রবির শিক্ষক বরখাস্ত
জামালপুর সংবাদদাতা
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষক ইলিয়াস উদ্দিন(সানি)কে বরখাস্ত করা হয়েছে। ২২ এপ্রিল বিশ^বিদ্যালয়ের রেজিস্টার মোহাম্মদ নূর
হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বরখাস্তকৃত ইলিয়াস উদ্দিন ওরফে ইলিয়াস সানি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক
সম্পাদক মির্জা আজম এমপি’র এপিএস ছিলেন। রাজনৈতিক লবিংএ তিনি নিয়োগ পান।ইলিয়াস সানির বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে রেজিস্টার নূর হোসেন চৌধুরী
জানিয়েছেন—৫ আগস্টের পর তিনি বিশ^বিদ্যালয়ে অনুপস্থিত। এর মধ্যে তাঁর একমাসের মঞ্জুরকৃত ছুটি শেষ হলেও; তিনি কর্মস্থলে যোগদান করেন নাই। তবে অনির্দিষ্ট কালের জন্য তিনি অনলাইনে ক্লাশ নেয়ার আবেদন করে ছিলেন। বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট তাঁর আবেদন অযৌক্তিক এবং অপ্রাসঙ্গিক মনে হলে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়।