ডার্ক মোড
Saturday, 19 April 2025
ePaper   
Logo
চাঁদখালীতে অবৈধ কয়লা তৈরীর কারখানা বন্ধে অভিযান

চাঁদখালীতে অবৈধ কয়লা তৈরীর কারখানা বন্ধে অভিযান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছার চাঁদখালীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কাঁঠ পুড়িয়ে কয়লা তৈরীর অবৈধ ৫টি চুল্লি ধ্বংস করেন।

পরিবেশ সুরক্ষায় নিয়মিত কার্যক্রম হিসাবে পাইকগাছার চাঁদখালীর অবৈধ কয়লা তৈরীর কারখানা বন্ধ করতে খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কর্তৃক বুধবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোঃ আসিফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, জেলা সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ, জেলা পরিদর্শক মোঃ মারুফ বিল্লাহ। চুল্লরি আগুন নভোনোর জন্য র্পাশ্বর্বতী উপজলো আশাশুনি ফায়ার র্সাভসি, স্থানীয় থানা পুলশি ও আনসার সদস্যদরে সহযোগতিায় নওেয়া হয়।

কাঁঠ পুড়িয়ে কয়লা তৈরীর অবৈধ ৬৯টি চুল্লীর মধ্যে ৫টি ধ্বংস করা হয়। বাকী কয়লা চুল্লীগুলো ১ মাসের মধ্যে বন্ধ করার শর্তে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু শাহাজাদা ইলিয়াস মুচলিকা দেওয়ায় কর্তৃপক্ষ বিবেচনায় নিয়ে সময় প্রদান করেছেন। পাইকগাছার একের পর এক অবৈধ কয়লা তৈরীর চুল্লি গড়ে উঠায় উপকূলের পরিবেশের বিপর্যয় ঘটছে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন