ডার্ক মোড
Saturday, 19 April 2025
ePaper   
Logo
চবির ডি ইউনিট ১ম বর্ষ বি.এ. সম্মান শ্রেণিতে ঢাকা বিভাগীয় অঞ্চলের ভর্তি পরীক্ষা ঢাবির বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত

চবির ডি ইউনিট ১ম বর্ষ বি.এ. সম্মান শ্রেণিতে ঢাকা বিভাগীয় অঞ্চলের ভর্তি পরীক্ষা ঢাবির বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ডি ইউনিট ( D Unit ), ১ম বর্ষ বি.এ. (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আজ ২২ মার্চ ২০২৫ শনিবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিভাগীয় অঞ্চলের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ২৫ হাজার ৫শ’ ১১জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন