ডার্ক মোড
Monday, 10 March 2025
ePaper   
Logo
চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের ফুটবল টুর্নামেন্ট অপরাজিত চ্যাম্পিয়ন টিম সাম্পান

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের ফুটবল টুর্নামেন্ট অপরাজিত চ্যাম্পিয়ন টিম সাম্পান

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সার্বিক ব্যবস্থাপনায় সাংবাদিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার চট্টগ্রামের এম এ আজিজ ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস‍্য সচিব জাহিদুল কবির কচি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ও সাংবাদিকদের অংশগ্রহনে ফুটবল ম্যাচ উপভোগ করেন এবং বিকেলে রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী মনসুর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় চট্টগ্রামে কর্মরত বিভিন্ন পত্রিকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অর্ধশতাধিক সংবাদ কর্মী এবং অন্যান্য পত্রিকার বিভিন্ন পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।

ফাইনাল ম্যাচে টিম সাম্পান দল ১ -০ গোলে টিম কর্নফুলী দলকে হারিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উল্লেখ্য, সকালে চারটি দল দুই গ্রুপে নক আউট পদ্ধতিতে অংশ নেয়। টিম কর্নফুলী টিম হালদা র খেলা ১-১ গোলে ড্র হয়। টিম হালদার পক্ষে গোলাম মাওলা মুরাদ ও কর্নফূলীর পক্ষে মনিরুল ইসলাম পারভেজ একটি গোল করলেও নির্ধারিত সময় খেলা অমিমাংসিত থাকে। পরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

পেনাল্টির সবাই গোল করতে ব‍্যার্থ হলে ওয়ান সুট আউটে ট্রাই ব্রেকারে মনিরুল ইসলাম পারভেজ একমাত্র গোলটি করলে ফাইনালে উঠে টিম কর্নফুলী। এরপরের ম‍্যাচে টিম সাম্পান ২-০ গোলে টিম সাঙ্গুকে হারিয়ে ফাইনালে উঠেন। খেলার সুবল বড়ুয়া ও রফিক হায়দার একটি করে গোল করে ফাইনালে উঠেন টিম সাম্পান।

ফাইনাল খেলায় টিম সাম্পােনের রফিক হায়দারের গোলে ১-০ গোলে টিম কর্নফুলীকে পরাজিত করে অপরাজিত চ‍্যাম্পিয়ন হন। খেলা পরিচালনা করেন সাবেক ফিফা রেফারি আব্দুল হান্নান মিরন। মেডিক্যাল টিম হিসেবে সার্বিক সহতোগীতা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডাক্তার হোসনে আরা বেগম।

সাংবাদিক ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রামে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন