
গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ সীম কার্ড, নগদ অর্থ, দেশীয় অস্ত্রসহ ৪ হ্যাকার গ্রেফতার
গোবিন্দগঞ্জ ( গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতভর সেনাবাহিনীর অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণে সীমকার্ড, নগদ টাকা, বিভিন্ন ডিভাইস সামগ্রীসহ হ্যাকার চক্রের মাষ্টার মাইন্ড পলাশ রানাসহ ৪হ্যাকারকে গ্রেফতার করেছে যৌথবাহিনি।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী গাইবান্ধা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে ক্যাপ্টেন ইকারাম হোসেন,ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলম,সার্জেন্ট সাইদুর রহমান, থানার এস,আই মোমিনুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স ও সেনাবাহিনীর সদস্যগন সোমবার মাঝ রাত থেকে আজ মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত উপজেলার তালুককানুপুর ও দরবস্ত ইউনিয়নে এ অভিযান চালিয়ে হ্যাকের চক্রের মাস্টার মাইন্ড,তালুককানুপুর ইউনিয়নের তালুকানুপুর গ্রামের ইউনুস আলীর ছেলে পলাশ রানা,একই গ্রামের আবু বক্করের ছেলে সুমন মিয়া, নারিচাগাড়ী গ্রামের সাবলু মিয়ার সাইদুল, তাজপুর গ্রামের ইউপি সদস্য আবু সাইদ লিটনকে গ্রেফতার করে। এ অভিযানে হ্যাকার চক্রের মাস্টার মাইন্ড পলাশ রানা,সুমন মিয়া,সাইদুল এর কাছ থেকে ৮৩৮ টি বিভিন্ন ফোন কোম্পানীর সীম কার্ড, ১৭টি মোবাইল ফোন, নগদ ৫৬হাজার ১০০টাকা, একটি সিসি ক্যামেরা, একটি ক্যামেরা যুক্ত পেন, একটি ড্রোন, একটি ল্যাপটপ, ইউপি সদস্য আবু সাইদ লিটনের বাড়ীতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় অস্ত্র ছোড়া, মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) বুলবুল ইসলাম তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত হ্যাকারদের মামলার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন