ডার্ক মোড
Friday, 18 July 2025
ePaper   
Logo
গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ঘিরে রক্তাক্ত সংঘর্ষ: নিহত ৩, আহত ১২

গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ঘিরে রক্তাক্ত সংঘর্ষ: নিহত ৩, আহত ১২

গোলাম রব্বানী, গোপালগঞ্জ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত তিনজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলার পর পুলিশের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, “গুলিবিদ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়, যার মধ্যে তিনজন মারা গেছেন এবং একজন আহত অবস্থায় চিকিৎসাধীন।”

নিহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের দীপ্ত সাহা (২৫) ও কোটালীপাড়ার রমজান কাজী (১৮)-এর।

ঘটনার সূত্রপাত ঘটে এনসিপির সমাবেশ শেষে ফেরার পথে। অভিযোগ রয়েছে, সড়ক অবরোধ করে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষের সময় ইট-পাটকেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুর ও ছত্রভঙ্গের চিত্রও দেখা যায়।

জুলাই কর্মসূচি ঘিরে উত্তেজনা‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এনসিপি আজ গোপালগঞ্জে পদযাত্রার আয়োজন করে। দেশের বিভিন্ন জেলায় শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালিত হলেও গোপালগঞ্জে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

নিরাপত্তা জোরদার এ ঘটনায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন