
গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা, আগুন—আহত ৩
গোলাম রব্বানী, গোপালগঞ্জ
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন: গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার এবং মিনহাজ। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, “জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে শহরের পৌর পার্কে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগেই উলপুর এলাকায় পুলিশি গাড়িতে ভাঙচুর ও আগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে আমাদের তিনজন সদস্য আহত হন।”
এ ঘটনার পরপরই সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ নিয়ে স্থানীয়ভাবে আতঙ্কের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।