ডার্ক মোড
Friday, 18 July 2025
ePaper   
Logo
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা  জামায়াতের  বিক্ষাভ সমাবেশ ও মিছিল

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা জামায়াতের বিক্ষাভ সমাবেশ ও মিছিল

 
 
শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা 
 গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরা জামায়াতের উদ্যোগে মিছিল ও  বিক্ষাভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 ১৭ জুলাই বিকাল ৬ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরাসদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শিবিরেন সাবেক জেলা সভাপতি ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য এড আব্দুস সুবহান, জেলা অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, শহর ছাত্রশিবিরে সভাপতি আল মামুন, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী হাবিবুর রহমান প্রমুখ। 
 
মিছিল পূর্ব সমাবেশে  সভাপতির বক্তব্যে জেলা আমীর উপাধ্যক্ষক শহিদুল ইসলাম মুকুল বলেন,, ‘সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর্যুপরি ব্যর্থতার কারণেই গোপালগঞ্জ রক্তাক্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাসীদের গ্রেফতার না করায় পতিতরা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাজী জানাচ্ছি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন