
গাজীপুরের টঙ্গীতে অস্ত্র সহ ২৮ ছিনতাইকারী আটক
টঙ্গী প্রতিনিধি
গাজীপুর মহানগরীর টঙ্গীর গাজীপুরা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ২৮জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার বিকেলে পুলিশ এ তথ্য জানায়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- আমিনুল ইসলাম, মাইন উদ্দিন সোহেল, হিরা মিয়া, শাহজাহান, রাজু মিয়া, সোহাগ মিয়া, মিন্টু, মেহেদী হাসান হৃদয়, আনাস, লাভলু মিয়া, আয়নাল, মাহবুব, চন্দন রায়, মাইনুল ইসলাম, জহিরুল ইসলাম, রোমান , ফরহাদ, মিজান, মো. রাজিব, আলমগীর হোসেন, আবিদ ইসলাম, নুর হাসান আবির, হক মিয়া, ফজলে রাব্বি, আজমল, সামিদুল ইসলাম, রাজু আহমেদ ও জিসান।
পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরার মাসকো গার্মেন্টের সামনে একদল ছিনতাইকারী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি চাইনিজ চাকু, ১টি চাপাতি ও ১টি দা উদ্ধার করা হয়। চক্রটি দীর্ঘদিন যাবত টঙ্গীর বিভিন্ন এলাকায় পোশাক কারখানায় ছিনতাই করে আসছিল।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।