ডার্ক মোড
Friday, 01 November 2024
ePaper   
Logo
কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফরেস্ট গার্ড নিহত

কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফরেস্ট গার্ড নিহত

মৌলভীবাজার প্রতিনিধি

কুলাউড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহীন আহমদ (৩৭) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে । ৯ জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলার বরমচাল ইউনিয়নের খাদিমপাড়া এলাকায় শাহ কালা মাজারের পাশে ঘটনাটি ঘটে। নিহত শাহীন উপজেলার হাজীপুর ইউনিয়নের তুকলি গ্রামের মরহুম আব্দুল জব্বাবের পুত্র।

তিনি কুলাউড়ার ভাটেরা বনবিটের ফরেস্ট গার্ড হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে হাজীপুর ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়, বনবিভাগ ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে অফিসিয়াল কাজ শেষে বরমচালের খাদিমপাড়া থেকে মোটরসাইকেলযোগে ভাটেরার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শাহীন আহমদ সহ বনবিভাগের আরও এক কর্মকর্তা।

ওই এলাকার শাহ কালা মাজার সংলগ্ন রাস্তার পাশে মোটরসাইকেলটি রেখে উপরে বসা ছিলেন শাহীন। এ সময় হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল শাহীনের মোটরসাইকেলকে ধাক্কা দিলে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন শাহীনসহ অপর মোটরসাইকেলের আরোহী।

পরে দ্রুত স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন। কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈন্যু মারমা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল দুটি জব্দ করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। কুলাউড়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন বলেন, নিহতের লাশ আনতে সিলেট ওসমানী হাসপাতালে যাচ্ছি। আইনী প্রক্রিয়া শেষে লাশ দাফনের পর নিহতের পরিবারের সাথে আলোচনাক্রমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন