একদিনে রেকর্ড ১৩১২ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ৬
নিজস্ব প্রতিবেদক
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩১২ জন, যা এ বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। এর আগে দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছিল ১২৯৮ জন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৪৬ জন, ঢাকা উত্তর সিটিতে ৩২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮১ জন, খুলনা বিভাগে ১৬৯ জন আক্রান্ত হয়েছেন।
এছাড়াও রংপুর বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন এবং সিলেট বিভাগে ২ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এদিকে, গত এক দিনে সারা দেশে ১২৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫৫ হাজার ১১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৫৯ হাজার ৪২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৮৬ জনের। এছাড়াও গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।