
আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
ডিউ কোর্সপোন্ডেড
আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি-এর উদ্যোগে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ মিলনায়তনে "বন ও খাদ্য" শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি-এর সভাপতি অধ্যাপক ড. মো. আজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিদ মজুমদার বাবু।মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আসফাক আহমদ। আলোচনায় অংশ নেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা এবং সোসাইটি-এর মহাসচিব অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পরিবেশ ও বন সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন,“পরিবেশ সংরক্ষণ একটি চলমান প্রক্রিয়া। প্রতিদিনই আমাদের পরিবেশের জন্য কিছু না কিছু করা দরকার। প্রতিটি মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে পারে। এ প্রচেষ্টাকে ব্যক্তি পর্যায় থেকে সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যেতে হবে।”তিনি আরও বলেন, “একটি বাসযোগ্য, সুন্দর পরিবেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”