
ব্যক্তি দ্বন্ধের জেরে রাজনৈতিক ট্যাগ দিয়ে সাবেক আ.লীগ নেতাকে জুতাপেটা: থানায় সোপর্দ
সোহেল কান্তি নাথ, বান্দরবান, ৫ এপ্রিল ২০২৫:
ব্যক্তি দ্বন্ধের জেরে রাজনৈতিক ট্যাগ দিয়ে সাবেক আওয়ামীলীগের নেতা আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে জুতাপেটা করে থানায় সোপর্দ করেছে স্থানীয় বিএনপির নেতারা। গত বৃহষ্পতিবার রাতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার এলাকায় এ ঘটনা
ঘটে। জানা যায়, আনোয়ার হোসেন, বান্দরবানের বাইশারী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের রাজনীতি ছাড়েন বেশ কয়েক বছর আগে। নৌকা প্রতিকের বিরুদ্ধেও নির্বাচন করেছেন কয়েকবার। কিন্তু বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে রেহায় পাননি তিনি।৩৯;বিএনপিকে
গালমন্দ্#৩৯; করেছে ট্যাগ দিয়ে জুতাপিটুনি আর মারধরের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতে বান্দরবানের বাইশারী বাজারে প্রকাশ্যে তার উপর হামলা চালায় ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো ইউনুছ ও ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি ইছহাক জমাদ্দার। এমন একটি ভিডিও
সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ওয়ার্ড বিএনপি সভাপতি ইছহাক জমাদ্দারের বড় ভাই ইসমাইলের সঙ্গে সাবেক আওয়ামীলীগ নেতা আনোয়ারের মধ্যে জমির বিরোধ চলছিল দীর্ঘদিন। এদিকে গেল ২৭শে রমজানে বাইশারীর নারিচবুনিয়া বাজারে আনোয়ার কিছু লোকের সঙ্গে গরু জবাই করে বিক্রি করেছেন ৭৫০ টাকায়। ওইদিন বিএনপি নেতা ইছহাক জমাদ্দার গরুর মাংসের দাম ৭৫০ টাকার পরিবর্তে ৭০০টাকা হাকিয়ে তর্কে জড়ায়। এই নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে, ইসহাক আনোয়ারকে চড় থাপ্পড় দেয়। এরপর আনোয়ারও উত্তেজিত হয়ে ইসহাককে মারধর করে। তবে, ঘটনাটি সেখানেই শেষ হয়নি। ব্যক্তিগত দ্বনে্ধসঢ়;দ্বর বিষয়টি রাজনীতির সঙ্গে জড়ানো হয়।
ইসহাক ইউনিয়ন বিএনপির নেতাদের কাছে নালিশ করে যে, তাদের দল নিয়ে আনোয়ার গালমন্দ করেছে। আর সেই বিরোধকে কৌশলে নিয়ে গেছে দলকে কটুক্তি করেছে মর্মে। যাচাই না করেই হামলায় জড়ায় বিএনপি নেতারা। পরে তাকে বিএনপি নেতারা ধরে পুলিশে দিলে ৫ আগস্টের পর হওয়া নাশকতার একটি মামলার আসামী করে গেল শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এই বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ার হোসেন জানান, নেতাকর্মীরা তাকে ধরে স্থানীয় পুলিশ ফাঁড়িতে আনলে থানায় পাঠানো হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাশরুরুল হক জানান, ঘটনার সময় আমি ছুটিতে ছিলাম। শুনেছি একটি নাশকতার মামলায় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে বাইশারী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো: আবুল কালাম বলেন, দলকে নিয়ে কটুক্তি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করায় ক্ষুব্ধ হয়ে বিএনপির দুই নেতা তাকে মারধর করেছে। এছাড়া জমি সংক্রান্ত বিরোধও রয়েছে বলে স্বীকার করেন তিনি। স্থানীয় বাসিন্দা সাংবাদিক মুফিজুর রহমান জানান;ঘটনাটি বাইশারীর জন্য কলংকিত হয়ে
থাকবে। যারা ঘটনাটি করেছে, তাদের অনেকের বিরুদ্ধে আওয়ামীলীগ আমলে সুবিধা নেয়ার কানকথা উঠে আসছে্ এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আনোয়ার একটি দোকানের সামনে বেঞ্চে বসে আছে। চারদিকে উৎসুক মানুষ। মাঝখানে বিএনপি নেতা ইউনুছ ও ইছহাক জমাদ্দার কথা বলার এক পর্যায়ে আনোয়ারের উপর অর্তকিত হামলা চালায়। এসময় ইছহাক জমাদ্দারের হাতে জুতা নিয়ে আনোয়ারকে পিটুনি দিতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক ও সচেতন নাগরিকরা ক্ষুব্ধ
প্রতিক্রিয়া জানিয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে মাহাবুবুর রহমান সামি নামে একজন লিখেছে, ্#৩৯;এতোদিন ১৬ বছর মনে করতাম আওয়ামীলীগ বিএনপির উপর অনেক অত্যাচার করেছে এখন দেখছি সেটা বিএনপির প্রাপ্য ছিল্#৩৯;। ইমতিয়াজ মিয়া লিখেছেন, বিএনপি ক্ষমতা না পাইতেই এই অবস্থা..! ক্ষমতা পাইলে কি করবে তারা..? জাতীর প্রশ্ন..? অপর আরেক ব্যক্তি মো: শাহাজাহান লিখেছেন, গালি দিলে এইভাবে জনসম্মুখে হামলা করে কি প্রমান করতে চাইছে, দেশে আইন বলতে কিছু নেই!
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
April 2025
2027
2026
2025
2024
2023
Jan
Feb
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30