‘বিশ্বসেরা দলের প্রতিনিধিত্ব করেছি’, ব্রাজিল দলে সুযোগ পেয়ে আবনের
স্পোর্টস ডেস্ক
গত অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় আবনের ভিনিসিয়ুসের। তার খেলা প্রথম ম্যাচেই জয় পেয়েছিল ব্রাজিল। এরপর আরও দুই ম্যাচ খেলেছে দল। সেই দুই ম্যাচেও সুযোগ পান তিনি। ব্রাজিলের জার্সিতে খেলতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন এই লেফট ব্যাক।
বাংলাদেশ সময় আগামী বুধবার চলতি বছরের শেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ব্রাজিল। উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচের শুরুর একাদশে আবনেরের থাকার সম্ভাবনা প্রবল। ম্যাচটিকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এসে এই ডিফেন্ডার বললেন, ক্যারিয়ারের বিশেষ এক সময় পার করছেন তিনি।
তিনি বলেন, 'আমি খুবই বিশেষ একটি মুহূর্তের মধ্যে আছি, যার জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। বিশ্বের সেরা দলের প্রতিনিধিত্ব করা গর্বের। প্রতিদিনের পরিশ্রমের মাধ্যমে আমি এখানে এসেছি। দল ও আমি ক্রমাগত বিকশিত হচ্ছি, খেলার কৌশল বুঝতেছি এবং প্রতিটি ম্যাচে উন্নতি করছি।'
আসছে ম্যাচকে সামনে রেখে দলকে হতাশ না হতে বললেন মার্কিনিয়োস। পিএসজির অভিজ্ঞ এই ডিফেন্ডারের মতে, ফল নিজেদের পক্ষে না এলেও সর্বোচ্চ চেষ্টা করছে দল। তিনি বলেন, 'যদিও অনেক কারণে জাতীয় দলের প্রতি মানুষের আশা নষ্ট হয়ে যেতে পারে, তারপরও আমরা চাই তারা যেন দলের প্রতি তাদের আবেগ হারিয়ে না ফেলে।'
'আমরা এখনও অনেক কিছুতে ভুল করব। কারণ খেলোয়াড় ও দলে নানা পরিবর্তনের কারণে এই পালাবদল আমাদের কাছে এখনও একেবারেই নতুন। তবে আমাদের ভুলের পরিমাণ কম হলে, এটা আমাদের খুশি করে।'-যোগ করেন তিনি।