ডার্ক মোড
Tuesday, 18 March 2025
ePaper   
Logo
১৫ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ঢাবি ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনায় অধিকতর তদন্ত কমিটি গঠন

১৫ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ঢাবি ক্যাম্পাসে সংঘটিত সহিংস ঘটনায় অধিকতর তদন্ত কমিটি গঠন

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৫ জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলামকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়।

সোমবার (১৭ মার্চ ২০২৫) সিন্ডিকেট সভায় এই কমিটি গঠন করা হয়।

এই কমিটি সত্যানুসন্ধান কমিটি কর্তৃক চিহ্নিত ১২৮ জনের বিষয়টি আমলে নিয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ ও ইনস্টিটিউটে সহিংস ঘটনায় জড়িতদের তথ্য চেয়ে চিঠি দেবে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে খুব শীঘ্রই তদন্ত কমিটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করবে। পূর্ণাঙ্গ রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সত্যানুসন্ধান কমিটি কর্তৃক চিহ্নিত ১২৮ জনের তালিকাটি পূর্ণাঙ্গ নয়। এনিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো যাচ্ছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন