
ঢাকাস্থ বেতাগী উপজেলা জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঢাবি প্রতিবেদক
ঢাকাস্থ বেতাগী উপজেলা জাতীয়তাবাদী ছাত্র ফোরামের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় ।
ঢাকায় বসবাসরত বেতাগী উপজেলার কয়েকশত ছাত্রদল নেতা এবং বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম মণি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা ও দায়রা জজ আলতাফ হোসেন, বেতাগী উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এবিএম কাইউম, সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশের সহকারী অ্যাটর্ণি জেনারেল মোঃ আরিফুর রহমান, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাদল ও বেতাগী উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাহাঙ্গীর ফেরদৌস।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থানরত বেতাগী উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকাস্থ বেতাগী উপজেলা জাতীয়তাবাদী ছাত্র ফোরামের নবনির্বাচিত কমিটির সভাপতি, ফজলুল হক ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক এবং কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক এইচ.এম. ঈশতীয়াক শাহীরাজ ও সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ খন্দকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্র ফোরামের সিনিয়র সহ -সভাপতি ইব্রাহিম আকাশ, জাতীয়তাবাদী ছাত্র ফোরামের সাংগঠনিক সম্পাদক বাহাদুর গাজী। ইফতার মাহফিল শেষে ফোরামের পক্ষ থেকে প্রধান অতিথি নূরুল ইসলাম মণিকে সম্মাননা স্মারক দেয়া হয়।
এছাড়াও বেতাগী উপজেলার প্রথম ব্যাক্তি হিসেবে বাংলাদেশের অ্যাসিসট্যান্ট অ্যাটর্নি জেনারেল মনোনীত হওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী আরিফুর রহমানকে সম্মাননা স্মারক দেয়া হয়।
এছাড়াও ছাত্র ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা রিয়াজুল ইসলাম, প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি ও উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন ও প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও উপদেষ্টা মোঃ আল-আমিনকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।