ডার্ক মোড
Thursday, 05 December 2024
ePaper   
Logo
হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের লক্ষ্য ১৮৬

হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের লক্ষ্য ১৮৬

স্পোর্টস ডেস্ক

টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। এবার হোয়াইটওয়াশের লক্ষ্যে শুরুতে ফিল্ডিংয়ে নেমে সফরকারী আয়ারল্যান্ডকে বেশিদূর এগোতে দিলো না নিগার সুলতানা জ্যোতির দল।

নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৫ রানেই থেমে গেছে আইরিশ মেয়েদের ইনিংস। ধবলধোলাইয়ের ইতিহাস গড়তে টাইগ্রেসদের করতে হবে ১৮৬ রান।

আজ (সোমবার) মিরপুর শের-ই-বাংলায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল। সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় বাংলাদেশের হারানোর কিছু না থাকলেও প্রাপ্তির দিকটাও নেহায়েত কম না। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা ছাড়াও বিশ্বকাপে চোখ রেখে মাঠে নেমেছে স্বাগতিক মেয়েরা।

যদিও এদিন টস ভাগ্য পাশে পাননি টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছেন সফরকারী আইরিশ অধিনায়ক গাবি লুইস।

শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে আয়ারল্যান্ডের। আইরিশ ওপেনার সারাহ ফোর্বসকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন সুলতানা খাতুন। ১৮ বলে ৫ রান করে বোল্ড হন সারাহ। দ্বিতীয় উইকেটে অ্যামি হান্টারকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান আরেক ওপেনার গ্যাবি লুইস। ৪৮ রান ব্যাপ্তির জুটিটি ভাঙেন রাবেয়া। ৪০ বলে ২৩ রান করে তার শিকার হয়ে ফেরেন হান্টার।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন