ডার্ক মোড
Thursday, 05 December 2024
ePaper   
Logo
হংকংয়ে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন

হংকংয়ে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকংয়ে বর্ণাঢ্য আয়োজন ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়।

বুধবার কনসাল জেনারেল মিজ ইসরাত আরা এই ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

কনস্যুলেটের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মো. কামরুল হাসান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ই-পাসপোর্ট স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্ণেল কাজী শমসের উদ্দিন প্রমুখ।

কর্ণেল কাজী শমসের উদ্দিন তাঁর বক্তব্যে পাসপোর্ট অধিদপ্তর কর্তৃক ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের বিভিন্ন বিষয়াবলী তুলে ধরেন। তিনি সার্বিক সহযোগিতার জন্য কনস্যুলেটকে ধন্যবাদ জানান ও কনসাল জেনারেলকে স্মারক উপহারদেন।

কনসাল জেনারেল মিজ ইসরাত আরা তাঁর বক্তব্যে জানান, প্রবাসীদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয় তুলে ধরেন।

তিনি হংকং কনস্যুলেটে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম চালু করার লক্ষ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরকে তাদের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, কনস্যুলার সেবা সহজীকরণে কনস্যুলেট সর্বদা সচেষ্ট রয়েছে। ই-পাসপোর্ট কার্যক্রমের মাধ্যমে প্রবাসীদের সেবা প্রদান উন্নত এবং সহজতর হবে এবং ই-পাসপোর্ট ব্যবহারের মাধ্যমে সারাবিশ্বে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা প্রকাশ পাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকংয়ে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করায় প্রবাসী বাংলাদেশিরা কনস্যুলেট এবং পাসপোর্ট অধিদপ্তরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রতিনিধিদল ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত বাংলাদেশিদের সম্যক ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে ৪ জন প্রবাসী বাংলাদেশিকে ই-পাসপোর্ট-এর এনরোলমেন্ট ফর্ম প্রদান করা হয়। এর আগে হংকংয়ে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের ই-পাসপোর্ট সংক্রান্ত প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন