যুক্তরাষ্ট্র আ. লীগ পচিম প্রথম আলো, ডেইলি ষ্টার সহ বিভিন্ন মিডিয়ায় ভাংচুর ও সাংবাদিকদের গ্রেফতারে প্রতিবাদ জানিয়েছে
যুক্তরাষ্ট্র ব্যুরো
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে পচিম এর সভাপতি ডাঃরবি আলম এবং সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক সদস্য শফিকুল আলম বরকত এক যুক্ত বিবৃতিতে প্রথম আলো, ডেইলি ষ্টার সহ বিভিন্ন পত্রিকা অফিস ভাংচুর, অগ্নিসংযোগ সহ সাংবাদিকদের গ্রেফতার এবং নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন | খবর বাপসনিউজ ।
বাংলাদেশের ইতিহাসে এ ভাবে সংবাদপত্র এবং বাকস্বাধীনতার কণ্ঠকে চেঁপে ধরতে আগে আর দেখা যায়নি ।আওয়ামী লীদ সভাপতি ও জননেত্রী শেখ হাসিনা এক হাজারের উপর প্রিন্ট মিডিয়া , ৪৪ টি টিভি চ্যানেল দিয়ে দেশকে বাকস্বাধীনতার স্বর্গে পরিণত করেছিলেন | অথচ এই অবৈধ , স্বৈরাচারী সরকার "চোরের মার বড় গলার মত" শেখ হাসিনার অবাধ বাকস্বাধীনতার সরকারকে বাকস্বাধীনতা হরণকারী বলে আসছে |
তাই আসুন দলমত নির্বিশেষে ঐক্যবদ্য হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে স্বাধীনতা বিরোধী এই স্বৈরাচারী সরকারকে বিদায় করি |