ডার্ক মোড
Saturday, 26 April 2025
ePaper   
Logo
সোনাগাজীতে বিএনপি কর্মী হাশেম হত্যা মামলার ৪ আসামীর স্বীকারোক্তিঃপ্রতিশোধ নিতেই হত্যাকান্ড

সোনাগাজীতে বিএনপি কর্মী হাশেম হত্যা মামলার ৪ আসামীর স্বীকারোক্তিঃপ্রতিশোধ নিতেই হত্যাকান্ড

 

 
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে আলোচিত বিএনপি কর্মী আবুল হাশেম হত্যা মামলায় গ্রেফতারকৃত ০৪ জন আসামী  হত্যার ঘটনায় জড়িত থাকার কথা  স্বীকার করে  বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। তারা হলো এজাহার নামীয় ১ নং আসামী আক্তার হোসেন ও ১১ নং আসামী রাকিবুল ইসলাম  এবং তদন্তে প্রাপ্ত আসামী বেলায়েত হোসেন মামুন ও সোলেমান। 
 
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কাজী হাসান উদ্দিন আজ তাদের ফেনী আদালতে হাজির করলে  বিকেলে তাদের জবানবন্দি লিপিবদ্ধ করেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফতেমা তুজ জোহরা মুনা এবং অপরাজিতা দাশ।
 
জবানবন্দীতে আসামীরা জানায়, পূর্বে বিরোধের জেরে  ইতিপূর্বে  বেলাল হত্যা এবং সুফিয়ান মেম্বারকে পঙ্গু করার ঘটনার আক্রোশ  সহ ভিকটিম কর্তৃক ক্রমাগত  ভয়ভীতি প্রদর্শনের কারণে তারা হাশেমকে শায়েস্তা করার পরিকল্পনা করে। সে মোতাবেক ঘটনার দিন তারা দাও, রড এবং লাঠি নিয়ে কতিপয় আসামী  বোরখা এবং কতিপয় আসামী  মাস্ক পরিধান করে বাড়ি থেকে এসে রাত ০৩.৩০ ঘটিকায় ঘটনাস্থলের পাশের সাজেদা ফাউন্ডেশনের পিছনে অবস্থান নেয়।
 
 কিলিং মিশনে মোট ১০ জন ছিল।  তদন্তে প্রাপ্ত আসামী সোলেমান এর বাড়ি উক্ত এলাকায় হওয়ার সুবাদে সে আসামীদেরকে মূল সড়কের পরিবর্তে  মাঠ এবং গ্রাম্য রাস্তা দিয়ে ঘটনাস্থলে নিয়ে আসে। যাতে কেউ তাদের দেখতে না পায়। এরপর সোলেমান  ওলামা বাজারে বসে হাশেমের গতিবিধির উপর নজর রেখে তার আসার খবর আক্তারকে জানায়।
 
 এরপর সকাল ০৫.৫০ ঘটিকায় ভিকটিম ঘটনাস্থল অতিক্রম করা কালে আসামীগন রশি দিয়ে তার গতিরোধ করতঃ রড ও লাঠি দিয়ে পিটিয়ে এবং দাও দিয়ে কুপিয়ে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।জবানবন্দি গ্রহণ শেষে আাদালত আসামিদের জেল হাজতে প্রেরণ করেন।
 
উল্লেখ্য গেলো মঙ্গলবার সকালে ওলামাবাজার এলাকায় বোরকা পরা কয়েক ব্যক্তি এলোপাতাড়ি কুপিয়ে হাত ও পা বিচ্ছিন্ন করে। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।এ ঘটনায় হাশেমের পিতা আব্দুস শুক্কুর বাদী হয়ে হত্যা মামলা করলে পুলিশ ক্লু খুঁজে আসামীদের আটক করতে সক্ষম হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন