ডার্ক মোড
Tuesday, 26 August 2025
ePaper   
Logo
সূচকের উত্থানে ঢাকায় লেনদেন, পতন চট্টগ্রামে

সূচকের উত্থানে ঢাকায় লেনদেন, পতন চট্টগ্রামে

নিজ্বস প্রতিনিধি 

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে, অন্যদিকে দিনের প্রথমার্ধে পতন হয়েছে চট্টগ্রামে।

লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪ পয়েন্ট।

বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ৬ এবং বাছাইকৃত কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১ পয়েন্ট।

২২৩ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৯৭ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৭৭ কোম্পানির শেয়ারের দাম।

ঢাকার বাজারে ৫০০ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।

ঢাকায় সূচক বাড়লেও পতন হয়েছে চট্টগ্রামে, সার্বিক সূচক কমেছে ৩৬ পয়েন্ট।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেয়া ১৪৯ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৫ কোম্পানির, কমেছে ৬৫ এবং অপরিবর্তিত আছে ১৯ কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে দিনের প্রথম দুই ঘণ্টায় ১৬ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন