ডার্ক মোড
Sunday, 13 July 2025
ePaper   
Logo
সিবিআইএফ ঢাকা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত

সিবিআইএফ ঢাকা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ-ভারতের দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নে বন্ধু প্রতীম সংগঠন সেন্টার ফর বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশীপ (সিবিআইএফ) এর ঢাকা মহানগর কমিটির মনোনয়ন ক্রমে আরও দুইজনকে বিভিন্ন পদে অর্ন্তভুক্ত করা হয়েছে।

উক্ত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে কলাবাগান থানার ১৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শিশির দুয়ারী-কে এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক উপ-সম্পাদক শিশির দাস-কে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনয়ন করা হয়েছে।

সম্প্রতি সংগঠনের চেয়ারম্যান এ্যাডভোকেট শুভাশীষ সমদ্দার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে এ মনোনয়ন দেন।

এ সময় সংগঠনের কো-চেয়ারম্যান ব্যারিস্টার তৌফিকুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সাজ্জাদ হায়দার এবং যুগ্ম সম্পাদক কাঞ্চন মজুমদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন