ডার্ক মোড
Thursday, 24 April 2025
বাংলা
  • English
  • বাংলা
ePaper   
Logo
সাভারে পুলিশের ২৪ ঘন্টা অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৬ জন গ্রেফতার

সাভারে পুলিশের ২৪ ঘন্টা অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৬ জন গ্রেফতার

 

এইচ এম সাগরসাভার

রাজধানী ঢাকার সাভারে গত ২৪ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযান থেকে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য ও ৩ মাদক ব্যবসায়ীসহ মোট ৬ জনকে আটক করেছে পুলিশ। এসময় আটককৃতদের কাছ থেকে জব্দ করা হয়েছে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানায় এক  সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেয় পুলিশ। এর আগে গতকাল অভিযান চালিয়ে সাভারের বিভিন্ন স্থান থেকে তাদের কে আটক করা্ হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন শেষে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। সংবাদ সম্মেলন থেকে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে সাভার মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে দুটি সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারীকে আটক করে। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কে চেক পোষ্ট বসিয়ে ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুমনকে আটক করা হয়। এছাড়া, পৃথক আরো দুটি অভিযান পরিচালনা করে আমিনবাজার এলাকা থেকে আড়াই কেজি গাজাসহ ২ মাদক ব্যবসায়ী মোঃ সুলতান কাজী ও  মনিরা খাতুনকে আটক করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীরা হলেন- পটুযাখালী জেলার মোঃ সুমন,  মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ভাটিরচড় এলাকার ইউসুফ রহমান, সাভার থেকে আনান হোসেন, সাভার আড়াপাড়া থেকে দ্বীপক সূত্রধর। সাভারের আমিনবাজার, বড়দেশী পশ্চিমপাড়া এলাকার মোঃ সুলতান কাজী ও মনিরা খাতুন। সংবাদ সম্মেলন থেকে পুলিশের এই কর্মকর্তা আরো জানান, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন