ডার্ক মোড
Thursday, 24 April 2025
ePaper   
Logo
আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মির্জাগঞ্জে মানববন্ধন

আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মির্জাগঞ্জে মানববন্ধন

মির্জাগঞ্জ প্রতিনিধি (পটুয়াখালী)
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৪ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক মিথ্যা মামলার প্রতিবাদে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। 
বুধবার বিকেল ৫টায় আমার দেশ পাঠক মেলার উদ্যোগে উপজেলার  বাকেরগঞ্জ-মির্জাগঞ্জ - বরগুনা মহাসড়কে নিউমার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, সহ বিভিন্ন পেশাজীবি মানুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তব্য রাখেন, 
 
মির্জাগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাকের মির্জাগঞ্জ সংবাদদাতা প্রবীণ সাংবাদিক  অ্যাডভোকেট মো.মজিবুর রহমান মুন্সি , প্রথম আলোর উপজেলা প্রতিনিধি  মোঃ জাকির হোসেন, যুগান্তরের উপজেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম সাদ্দাম, দৈনিক আমার দেশের মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি মো.শামসুল হক, কান্ট্রি টুডে  উপজেলা প্রতিনিধি মোঃ জিয়াউর রহমান, সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুস সাত্তার হাওলাদার, দুমকী আজিজ আহম্মেদ কলেজের প্রভাষক রেজাউল করিম, সহকারী শিক্ষক আব্দুস সালাম, আবুল কাশেম ও  মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মহিউদ্দিন মোল্লা প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ।মাহমুদুর রহমান একজন স্পষ্টবাদী সম্পাদক। বিগত ফ্যাসিস্ট  আওয়ামীলীগ সরকারের সময় দেশের বিভিন্ন আদালতে তাঁর বিরুদ্ধে ১৩৬টি মামলা দায়ের করা হয়। কুষ্টিয়ার আদালতে হাজিরা দিতে গেলে  যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা  তাঁর উপর অমানবিক নির্যাতন চালায়।সেই আওয়ামী ফ্যাসিবাদের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিভিন্ন দুর্নীতির খবর আমার দেশ পত্রিকায় প্রকাশিত হওয়ায় সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দেয়ার ধৃষ্টতা দেখিয়েছে। বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। 
মানববন্ধনে সভাপতিত্ব করেন, আমার দেশ পাঠক মেলার মির্জাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান বাবু।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন