ডার্ক মোড
Wednesday, 08 January 2025
ePaper   
Logo
সান্তাহারে মারামারি কালে ওসির হাতে যুবক আটক

সান্তাহারে মারামারি কালে ওসির হাতে যুবক আটক

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার রেলওয়ে জংশন খ্যাত শহর সান্তাহার স্টেশনের এক নম্বর প্লাটফর্ম থেকে শৃঙ্খলা ভঙ্গ করে মারামারি করার সময় সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব শাকিউল আযমের হাতে জামাল নামের একজন যুবক গ্রেফতার হয়।

থানা সূত্রে জানা গেছে, (২১ জুন) মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকার সময় পঞ্চগড় হইতে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন থেকে নেমে সান্তাহার স্টেশনের ৩নং প্লাটফর্মের ওভার ব্রীজের নিচ থেকে আসামি জামাল হোসেন বিল্পব (৩৫) নামের একজন যুবককে চুরি করে মারামারি করার সময় সান্তাহার রেলওয়ে থানা পুলিশের স্বয়ং অফিসার ইনচার্জ জনাব শাকিউল আযমের নেতৃত্বে তাঁর সঙ্গীয় ফোর্সের হাতে গ্রেফতার হয়। আসামি জামালের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি মামলা চলমান অবস্থায় আছে।

গ্রেফতারকৃত আসামি জামাল নওগাঁ জেলার নওগাঁ সদর উপজেলার বাবলাতলা পয়না গ্রামের মৃত তোরাব আলীর ছেলে।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব শাকিউল আযম বলেন, আজ ২১ জুন সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে থানায় দায়িত্ব পালন কালে আমার সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন থানায় চলমান একাধিক মামলার আসামীকে গ্রেফতার করে আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শ্রাবণী রায়ের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামী জামালকে ১৮৬০ সালের পেনাল কোড আইনের ১৬০ ধারায় ১২২/২২ (আদম) নম্বর মামলায় সরকারি বিধি মোতাবেক ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা জরিমান করে আসামীকে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন