ডার্ক মোড
Saturday, 19 April 2025
ePaper   
Logo
সাতক্ষীরায়  জরাজীর্ণ  সড়ক সংস্কারের দাবীতে নিরাপদ সড়ক চাই সংগঠনের মানববন্ধন

সাতক্ষীরায় জরাজীর্ণ সড়ক সংস্কারের দাবীতে নিরাপদ সড়ক চাই সংগঠনের মানববন্ধন

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি :

নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা শাখার উদ্যোগে পৌরসভার বিভিন্ন রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৬এপ্রিল)সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার সামনে নিসচা উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হক এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভা কার্যত অকার্যকর। সাতক্ষীরা শহরের বেশিরভাগ রাস্তা জরাজীর্ণ,বাতিবিহীন, সংস্কারবিহীন ও চলাচলের অযোগ্য। আবার কিছু রাস্তা তৈরি হচ্ছে যেখানে পরিকল্পিত ড্রেন নেই। আমাদের সাতক্ষীরার সম্পদ, অর্থকরী ফলসগুলো দেশের উন্নয়নে ভূমিকা রাখলেও বরাদ্ধের ক্ষেত্রে এখানে ছিটে ফোটাও জোটে না। একই সড়ক বারবার সংস্কারের মাধ্যমে অর্থ লোপাট করা হচ্ছে। পৌরসভায় দীর্ঘদিন সড়কে বেহাল দশা থাকলেও এগিয়ে আসেনি পৌর কর্তৃপক্ষ। পূর্বের দায়িত্বশীল পৌর কর্তারা সঠিকভাবে রাস্তার উন্নয়ন না করলেও রীতিমত পৌরসভার অর্থ তছরূপ করেছে। নির্বাচিত মেয়র তাসকিন আহমেদকে দূরে রেখে তৎকালীন সময়ের সিইও এর যোগ—সাজশে অর্থ লোপাট করেছে। বর্তমান সময়ে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় প্রশাসনের কর্তারা দায়িত্ব পালন করছে। কর্মকর্তারা রীতিমত অফিসে না বসায় নাগরিক সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরবাসীকে। প্রায় আট মাস পৌরসভার প্রশাসক দায়িত্ব পালন করলেও পৌরবাসীর দৃশ্যমান কোন উন্নয়ন দেখাতে পারেনি। বক্তারা আরো বলেন, নিরাপদ সড়ক চাই  আন্দোলনের মানববন্ধন কর্মসূচী আহবানের খবর শহরে ছড়িয়ে পড়লে আগেভাগেই নামমাত্র সাতক্ষীরা পোস্ট অফিস থেকে সরকারি কলেজ সড়কের কাজের উদ্বোধন করেছেন পৌর কর্তৃপক্ষ। নামমাত্র কাজের উদ্বোধন করলেও দৃশ্যমান কোন অগ্রগতি চোখে পড়েনি। পৌরবাসী অত্যন্ত শান্ত ও শান্তিপ্রিয়। অতি দ্রুত সময়ের মধ্যে সাতক্ষীরার জরাজীর্ণ সড়কের কাজের অগ্রগতি দৃশ্যমান না হলে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সম্পাদক ও নিসচা সাতক্ষীরা শাখার উপদেষ্টা কামরুল ইসলাম ফারুক, যুগের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হাবিব, প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, ফিফা রেফারী তৈয়ব হাসান সামছুজ্জামান, দৈনিক দক্ষিনের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি আলমগীর আশরাফ, জিপি অসীম কুমার মন্ডল,পাবলিক লাইব্রেরীর সম্পাদক কামরুজ্জামান রাসেল,  নিসচা সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ দিদারুল ইসলাম, নিসচা সম্পাদক এবং সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি  এস এম মহিদার রহমান, সাবেক কাউন্সিলর শফিক উদ দৌলা সাগর, দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মীর আবু বকর, এ্যাড এবিএম সেলিম, অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়, এ্যাড আব্দুল্লাহ আল হাবীব, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ন সদস্য সচিব আলী নূর খান বাবুল,দৈনিক সাতক্ষীরা সকাল পত্রিকা সাহিত্য সম্পাদক  শেখ সিদ্দিকুর রহমান, জাতীয় সাংবাদিক সোসাইটির সভাপতি তৌফিকুজ্জামান লিটু, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শহিদুল ইসলাম, সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ এর সাধারণ সম্পাদক ও দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন,পত্রদূত পত্রিকার শেখ আব্দুল আলিম,  সুপ্রভাত পত্রিকার উপ সম্পাদক মাজহারুল ইসলাম, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক ও মুক্ত খবর পত্রিকার জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনি,জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম.জামান,  সমাজকর্মী শেখ ফারুক হোসেন, মানবাধিকার প্রতিদিন পত্রিকার খুলনা বিভাগীয় ব্যুরো মোস্তাফিজুর রহমান, লাখোকন্ঠ পত্রিকার ফিরোজ হোসেন, দৈনিক একুশে সংবাদ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোঃ মাসুদ আলী,জাতীয় সাংবাদিক সোসাইটি সাতক্ষীরা শাখার সম্পাদক নাজমুল আলম মুন্না, ভোমরা স্থলবন্দর প্রেসক্লাব সভাপতি তৌহিদুল হক, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান এবং সম্পাদক রফিকুল ইসলাম, দৈনিক চিত্র পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি শেখ কামরুল ইসলাম, দৈনিক সোনালী কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. মুজাহিদুল ইসলাম, দৈনিক রাজপথের দাবী পত্রিকার এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, হাফেজ আবুল হোসেন, জি এম সোহরাব হোসেন, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার জেলা প্রতিনিধি আতিকুজ্জামান রিপন, অপরাধ অনুসন্ধান পত্রিকার মোঃ মোস্তাফিজুর রহমান, দৈনিক দেশ সংযোগ পত্রিকার জেলা এম আমিরুল ইসলাম,  শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য আছাদুজ্জামান লিটন, সামিউল ইসলাম মন্টি, দৈনিক দেশ সংযোগের শ্যামনগর প্রতিনিধি জে এম নূর ইসলাম, দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার আতিয়ার রহমান, অধ্যক্ষ মোরশেদুল হক, হাবিবুল্লাহ বাহার, কামাল হোসেন, এনপিএস এর রবিউল ইসলাম, সাতক্ষীরা সংবাদ পত্রিকার জাকিরুল ইসলাম, বুড়িগোয়ালিনির ইউপি সদস্য রবিউল ইসলাম, সবুজ বাংলা পত্রিকার দেলোয়ার হোসেন, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার মনিরুজ্জামান মনি, কামাল হোসেনসহ সাতক্ষীরার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারক লিপি প্রদান করেন নিরাপদ সড়ক চাই সাতক্ষীরার নেতৃবৃন্দ

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন