ডার্ক মোড
Sunday, 13 July 2025
ePaper   
Logo
সাঘাটায় কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন

সাঘাটায় কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দ্যেগে খরিপ-২ মৌসুমে মাসকালাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধিও লক্ষে ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকালাই এর বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

৯ সেপ্টেম্বর কৃষি অফিসে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইসাহাক আলী, এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেকুজ্জামান, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো: মানিক হোসেন, উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ মোহাম্মদ আলী, জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক প্রভাষক এনামুল হক, অতিরিক্ত কৃষি অফিসার হারুন অর রশিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খালিদ মাহমুদ, সাঘাটা থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম প্রমুখ।

উল্যেখ্য সাঘাটা উপজেলার ১০ টি ইউনিয়নের ২শ ২০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে মাসকালাই এর বীজ ও ১৫ কেজি রাসায়নিক সার কৃষি প্রণোদনা হিসেবে প্রদান করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন