ডার্ক মোড
Sunday, 13 July 2025
ePaper   
Logo
সাগরে লঘুচাপ, পায়রা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

সাগরে লঘুচাপ, পায়রা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

পটুয়াখালী প্রতিনিধি

পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকার আকাশে মেঘের ঘনঘটা বিরাজ করছে।
রোববার (১৭ অক্টোবর) থেকে জেলায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।

সোমবার (১৮ অক্টোবর) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত ৮১ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এদিকে, উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পটুয়াখালীর পায়রা বন্দরসহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

এছাড়া, সকল মাছ ধরা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে বিচরণ করতে বলা হয়েছে।

অন্যদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় তিনদিন ধরে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আটকে পড়া তিন শতাধিক পর্যটককে নিয়ে টেকনাফ ফিরছে ট্রলারগুলো।

গেল কয়েকদিন আগে ট্রলার ও স্পিড বোটে করে সেন্টমার্টিন ভ্রমণে আসে ৩ শতাধিক পর্যটক। কিন্তু হঠাৎ করে বঙ্গোপসাগরে বায়ুচাপের আধিক্য বিরাজ করায় কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। যার কারণে টেকনাফ সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন