ডার্ক মোড
Sunday, 06 April 2025
ePaper   
Logo
সাংবাদিকদের বিরুদ্ধে আবারও হত্যা মামলা উদ্যোগ ও প্রতিবাদ ডিইউজের

সাংবাদিকদের বিরুদ্ধে আবারও হত্যা মামলা উদ্যোগ ও প্রতিবাদ ডিইউজের

 

সাংবাদিকদের বিরুদ্ধে আবারও হত্যা মামলা
উদ্যোগ ও প্রতিবাদ ডিইউজের

ঘটনার ৮ মাস পর ৯ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করার উদ্যোগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনার অঙ্গীকারে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। আজ বুধবার, ৩ এপ্রিল ২০২৫ এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সাঈদ ইসলাম ও সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, সুপরিকল্পিতভাবে শুধু সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ তুলে হত্যা মামলার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা মনে করি, এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশের ওপর হামলার শামিল। মামলা দায়েরের এই অপচেষ্টা থেকে দেশকে রক্ষা করতে হবে। নেতৃবৃন্দ সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।উল্লেখ্য, ঝিনাইদহ কোটচাঁদপুরে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলার উদ্যোগ নেওয়া হয়েছে গত ১৬ মার্চ কোটচাঁদপুর থানায় মি. রফিকুল হাসান বাগান সাদি নামে স্থানীয় সরকার দলীয় এক হাসিনা মেম্বার এই মামলা দায়ের করেন বলে জানা গেছে।

সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক গ্রেফতার
ডিইউজের নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক শামীম সিদ্দিকীকে বুধবার ভোরে পুলিশ আটক করেছে। তার কুষ্টিয়া শহরের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়েছে।ঢাকা সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক শামীম সিদ্দিকীর মুক্তি দাবি করে বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে সাংবাদিক সমাজ।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন