
সর্বোচ্চ পাসের হার রাজশাহী বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বোর্ড অনুযায়ী সর্বোচ্চ পাসের হার রাজশাহী বোর্ডে এবং সর্বনিম্ন বরিশাল বোর্ডে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বোর্ডভিত্তিক ফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
ফলাফলের পরিসংখ্যান থেকে দেখা যায়, সবচেয়ে বেশি পাসের হার রাজশাহী বোর্ডে ৭৭.৬৩ শতাংশ। এরপর রয়েছে যশোর বোর্ডে ৭৩.৬৯ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭২.০৭ শতাংশ, সিলেট বোর্ডে ৬৮.৫৭ শতাংশ, ঢাকা বোর্ডে ৬৭.৫১ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৬৭.০৩ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৩.৬০ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৫৮.২২ শতাংশ। এ বছর সবচেয়ে কম পাসের হার বরিশাল বোর্ডে ৫৬.৩৮ শতাংশ।
এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। ২০২৪ সালে পাসের এই হার ছিল ৮৩.০৪ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে উল্লেখযোগ্যভাবে।
এ বছর সারা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডে ১৯ লাখ ৩৬ হাজার ৫৭৯ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। মোট উপস্থিতি ছিল ১৯ লাখ ৮ হাজার ৮৬ জন।
এর মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। এ ছাড়া কৃতকার্য হতে পারেনি ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী।