ডার্ক মোড
Monday, 23 December 2024
ePaper   
Logo
সকল সম্প্রদায়ের উৎসবে সেনাবাহিনীর সহযোগীতা অব্যাহত থাকবে

সকল সম্প্রদায়ের উৎসবে সেনাবাহিনীর সহযোগীতা অব্যাহত থাকবে

সোহেল কান্তি নাথ, বান্দরবান

বান্দরবানে খ্রীষ্টধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বান্দরবান সেনা জোনের পক্ষ হতে পাড়াবাসি, ক্যাথলিক চার্চ, গির্জায় আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে বান্দরবান সেনা জোনের আয়োজনে এই আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী বিতরণ করেন জোন কমান্ডার লেঃ কর্নেল এ এস এম মাহমুদুল হাসান।

এসময় তিনি বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসকারী সকল স¤প্রদায়ের জনগণ যাতে নিজ নিজ ধর্মীয় উৎসব যেন আনন্দঘন পরিবেশে উদ্যাপন করতে পারে সে জন্য সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে।

বিশেষ করে কোন ধর্মীয় অনুষ্ঠানে কোথাও কোন অপ্রীতিকর পরিবেশ যেনো সৃষ্টি না হয়, সেনাবাহীনির পক্ষ হতে সে দিকে বিশেষ ভাবে নজর রাখা হয়। এসময় তিনি আরো বলেন, আসন্ন খ্রীষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন যেনো স্বতঃস্ফূর্তভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন সে জন্য সেনাবাহিনীর পক্ষ হতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিগত সময়ের মতো আগামীতেও সেনাবাহিনী সবসময় সকল স¤প্রদায়ের জনসাধারণের উৎসব উদযাপনে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে।

সহায়তা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর মেহেদী, জোনাল স্টাফ অফিসার, লেফটেন্যান্ট মোস্তাহিদ, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এনএ জাকির সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন