ডার্ক মোড
Tuesday, 22 April 2025
ePaper   
Logo
সংসদের বাজেট অধিবেশন শুরু আগামী ২ জুন

সংসদের বাজেট অধিবেশন শুরু আগামী ২ জুন

অনলাইন ডেস্ক

আগামী ২ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। ওইদিন বিকাল ৫টায় অধিবেশন বসবে।

সংসদ সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার এই অধিব্শেন আহ্বান করেছেন।

২ জুন বিকাল পাঁচটায় অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে ২০২১-২২ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। গত বছর বাজেট অধিবেশন শুরু হয়েছিল ১০ জুন।
সংসদ সচিবালয়ের সূত্রে জানা গেছে, করোনাকালের এই অধিবেশন বিগত অধিবেশনগুলোর মতো স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে। গত অর্থবছরের মতো এবারও বাজেট অধিবেশনের সংক্ষিপ্ত আকারে হবে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন