ডার্ক মোড
Thursday, 05 December 2024
ePaper   
Logo
শ্রীমঙ্গলে ১৪৮ গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রী উপহারের ঘর

শ্রীমঙ্গলে ১৪৮ গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রী উপহারের ঘর

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আরো ১৪৮ গৃহহীন পরিবারকে জমির দলিল ও নতুন ঘরের সার্টিফিকেট হস্থাস্তর করা হয়।

বুধবার (২২ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের জন্য নির্মিত জমিসহ সার্টিফিকেট আনুষ্টানিক উদ্বোধন করেন।

ভিডিও কনফারেন্স শেষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন উপজেলার ১৪৮টি গৃহহীন পরিবারের সদস্যদের হাতে তুলে দেন জমি জমির দলিল ও নতুন ঘরের সার্টিফিকেট।

এ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় ভার্চ্যয়ালি বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, সিলেট বিভাগীয় সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায় ও কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতলিব প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে প্রশাসনের নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ,স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গসহ বিভিন্ন প্রেশী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন