
শ্রীপুরে সংবাদে স্বাক্ষ্য দেওয়ায় শিক্ষকের বাড়ীতে হামলা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
মসজিদ নিয়ে দ্বন্দ্বের সত্য ঘটনা প্রকাশ করায় গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় এক শিক্ষকের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান ফরহাদ।
জানা যায়, টেপিরবাড়ী এলাকায় মসজিদসংক্রান্ত একটি বিরোধ চলছিল। ঘটনাটি অনুসন্ধান করতে গেলে সাংবাদিকদের সামনে শিক্ষক লুৎফর রহমান ফরহাদ সত্য ঘটনা তুলে ধরে বক্তব্য দেন। সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পরপরই বুধবার দুপুরে বিএনপির প্রভাব খাটিয়ে কতিপয় নেতা দলবল নিয়ে শিক্ষকের বাড়িতে হামলা চালান এবং ব্যাপক ভাঙচুর করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে ফরহাদ মাষ্টার লিখেন, স্বাধীনতা দিবসে একজন বীর মুক্তিযোদ্ধার বাড়িতে বিএনপির সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুর। জাতির কাছে বিচার দিলাম।
ভুক্তভোগী শিক্ষক লুৎফর রহমান ফরহাদ বলেন, "আমি একজন শিক্ষক। সবসময় সত্যের পক্ষে কথা বলার চেষ্টা করি। ঘটনার সত্যতা জানিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেছিলাম। কিন্তু এর জন্য আমাকে এমন ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হবে, তা ভাবতে পারিনি। আমার পরিবারের সদস্যরা এখন আতঙ্কে রয়েছেন।"
এদিকে স্থানীয়দের অভিযোগ, বিএনপির প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছেন। তবে হামলার ঘটনায় এখনো পর্যন্ত কেউ আইনের আওতায় আসেনি।
শিক্ষক ফরহাদ বলেন, "আমার অপরাধ একটাই—আমি সত্য বলেছি। কিন্তু সত্য বলার এমন মূল্য দিতে হবে, তা বুঝতে পারিনি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।"
এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, "বিষয়টি আমরা তদন্ত করছি। দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন