
শ্রীপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযান; অসহায়দের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী
এস এম জহিরুল ইসলাম,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর বন বিটের আওতাধীন সাইটালিয়া ও তালতলী এলাকায় বন বিভাগের সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ বসতবাড়ি উচ্ছেদ অভিযান চালিয়েছে সেনাবাহিনী, পুলিশ ও বন বিভাগের যৌথ দল। গত শনিবার (২৬ এপ্রিল) পরিচালিত এই অভিযানে ৫ আগস্টের পর নির্মিত ঘরবাড়িগুলো ভেঙে ফেলা হয়।
উচ্ছেদের শিকার হতদরিদ্র ও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উচ্ছেদকৃত এলাকাগুলো পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা শাখার আমির ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মোঃ জাহাঙ্গীর আলম। তাঁর সঙ্গে ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নূরুল ইসলাম, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, তেলিহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির মাওলানা যোবাইর সরকারসহ দলীয় অন্যান্য নেতাকর্মীরা।
পরিদর্শনকালে ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন,"বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে আছে এবং থাকবে। মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা আজ অসহায় পরিবারগুলোর খোঁজখবর নিতে এসেছি। তাদের দুঃখ-কষ্টের অংশীদার হতে এসেছি। ইনশাআল্লাহ, আমরা তাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করবো।"
শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নূরুল ইসলাম বলেন,"দারিদ্র্যপীড়িত এই অসহায় মানুষগুলোর দুর্দশা দেখে আমাদের হৃদয় ব্যথিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এ সংকটময় সময়ে আমরা তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি।"পরিদর্শনকালে জামায়াতে ইসলামী নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের পাশে থেকে সাধ্যমত সহায়তার আশ্বাস দেন। এ সময় স্থানীয় জনসাধারণের মধ্যেও জামায়াতে ইসলামীর মানবিক কর্মকাণ্ড ব্যাপক প্রশংসা লাভ করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে, মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। এ আদর্শ ধারণ করেই সংগঠনটি জনগণের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন