ডার্ক মোড
Monday, 31 March 2025
ePaper   
Logo
শেরপুরে দলিল পেলেও ৩ বছরেও গৃহহীন পরিবারের ভাগ্যে জুটেনি গুচ্ছ গ্রামের ঘর

শেরপুরে দলিল পেলেও ৩ বছরেও গৃহহীন পরিবারের ভাগ্যে জুটেনি গুচ্ছ গ্রামের ঘর

 

 

 
শেরপুর. প্রতিনিধিঃ 
শেরপুরের ঝিনাইগাতীতে ফারহাদ আলী নামে এক গৃহহীন পরিবার দলিল পেলেও ৩ বছরেও ভাগ্যে জুটেনি গুচ্ছ গ্রামের ঘর।  ফলে ফরহাদ আলী মানবেতর জীবনযাপন করে আসছেন। ফরহাদ আলী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া গ্রামের আঃ রশিদের ছেলে। ফরহাদ আলী একজন গৃহহীন ও দিনমজুর। ১ ছেলে নিয়ে ৩ সদস্যের পরিবার ফরহাদ আলীর। দিনমজুরি করে চলে তার সংসার।  একদিন কাজে না গেলে অথবা কাজ না পেলে  সেদিন ঘরে চুলা জ্বলে না।  থাকতে হয় তাদের অনাহারে অর্ধাহারে।  ঘরবাড়ি না থাকায় অন্যের বাড়ি ও বিভিন্ন  সরকারি অফিসের বারান্দায় রাতকাটে ফরহাদ আলীর পরিবারের। শারীরিক দুর্বলতার কারণে প্রতিদিন কাজেও যেতে পারেন না ফরহাদ আলী। ঘরবাড়ি না থাকায় ও পরিবারের সদস্যদের  ভরণপোষণ করতে  না  পাড়ায় ফরহাদ আলীর স্ত্রী বকুল ইয়াসমিন ৮ বছরের ছেলে মিনহাজকে রেখে চলে যায় তার বাবার বাড়ি। ফরহাদ আলী তার ছেলেকে নিয়ে রয়েছেন চরম বিপাকে।  ফরহাদ আলী নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত। কান্না জরিত কন্ঠে আক্ষেপ করে ফরহাদ আলী বলেন তার জীবনের পুরো সময়ে ভাগ্যে জুটেনি সরকারি কোন সাহায্য সহযোগিতা। ২০২৩ সালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নলকুড়া ইউনিয়নের  শালচুড়া গুচ্ছ গ্রামে একটি ঘর  দেন ফরহাদ আলীকে। ঘরের দলিল ও দেয়া হয় তাকে। কিন্তু   দলিল পেলেও গত ৩ বছরে ও ভাগ্যে  জুটেনি গুচ্ছ গ্রামের ঘর।  গুচ্ছ গ্রামে তার নামে দেয়া ঘরটি পেতে হত ৩ বছর ধরে স্থানীয় জনপ্রতিনিধিও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন।  এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের সাথে কথা হলে তিনি বলেন বিষয়টি তার জানা নেই। তবে বিষয়টি তিনি দেখবেন বলে জানান। 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন