ডার্ক মোড
Sunday, 06 April 2025
ePaper   
Logo
লৌহজংয়ে মানবদেহের খন্ডিত লাশ উদ্ধার

লৌহজংয়ে মানবদেহের খন্ডিত লাশ উদ্ধার


মুন্সীগঞ্জ (দক্ষিন) প্রতিনিধি॥

মুন্সীগঞ্জের লেওহজংয়ের পদ্মা সেতুর টোল প্লাজার কাছে মেদিনী মন্ডল আনোয়ার চৌধুরী স্কুলের রাস্তার পাশে বাক্স বন্দী মানব দেহের খন্ডিত লাশ পাওয়া গেছে। লাশ উদ্ধারে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ ঘটনা স্থলে ছুটে আসে। এছাড়া ক্রাম সিন ঘটনা স্থলে পৌছলে লাশের সুরতহাল করা হবে বলে পদ্মা সেতু উত্তর থানর ওসি মো. জাকির হোসেন জানিয়েছেন।
ওসি জানান, শুক্রবার দুপুরে একটি কাগজের কার্টুনের বাক্সে স্থানীয়রা মানব দেহের খন্ডিত অংশ বিশেষ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে এসে একটি কার্টুনে মানুষের মাথা ও অপর কার্টুনে মানব দেহের আংশ বিশেষ দেখতে পাওয়া যায়। পুলিশ ক্রাইম সিনের অপেক্ষায় খন্ডিত লাশের সুরতহাল করেনি। এর পূর্বে সকালের দিকে ঢাকার কেরানীগঞ্জ হতে মানব দেশের আরও কিছু খন্ডিত অংশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এটি একই ব্যক্তির লাশের অংশ বিশেষ। ক্রাইম সিন কেরনীগঞ্জ থেকে মাওয়ায় আসলে এর সুরত হাল করে পরিচয় জানার চেষ্টা করা হবে। কোন থানায় মামলা হবে তা এখনও নিশ্চিত বলা যাচ্ছে না। উর্ধতন কথৃৃপক্ষের পরামর্শে পরবর্তীতে মামলা করা হবে

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন