ডার্ক মোড
Saturday, 19 April 2025
ePaper   
Logo
রাবি ছাত্রলীগের সহ সভাপতি গ্রেপ্তার

রাবি ছাত্রলীগের সহ সভাপতি গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

 

 কুড়িগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. তাওহীদুল ইসলাম দুর্জয়কে (২৮) গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এর আগে গতকাল (বৃহস্পতিবার) তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুর্জয় সদরের যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা গ্রামের মোতালেব আলীর ছেলে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বলেন, ‘আওয়ামী লীগের সময়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী ও বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী রাবি ছাত্রলীগের সহ-সভাপতি তাওহীদুলকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।’

এছাড়া আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে ‘ বলেন তিনি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন