রফিকের আক্ষেপ, ‘বিসিবি কখনো ডাকে না’
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনার বলা হতো মোহাম্মদ রফিককে। অবসর গ্রহণের পর যুক্ত হয়েছেন কোচিং ক্যারিয়ারে। কাজ করছেন রংপুর রাইডার্সের স্পিন বোলিং কোচ হিসেবে। গ্লোবাল সুপার লিগকে সামনে রেখে মিরপুরে অনুশীলন শুরু করেছে রংপুর। আর সেখানেই আজ শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হন রফিক।
পরে বেশ আক্ষেপ করে বিসিবিকে নিয়ে রফিক জানালেন, 'আমরা কিন্তু সবসময়ই রেডি থাকি। কখন আমাদের বোর্ড ডাকবে। দুঃখের বিষয় আমরা অনেকদিন হলো অবসর নিয়েছি, এখন পর্যন্ত তারা সাড়া দেয়নি। কিন্তু আমরা তাদের আশায় তো বসে থাকিনি। আমরা ঘরোয়া ক্রিকেটের খেলায় আছি শেখ জামাল আছে, রংপুর রাইডার্স আছে আমরা কিন্তু ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকি।'
মোহাম্মদ সালাহউদ্দিনকে দেশের কোচিং প্যানেলে যুক্ত করায় রফিক বলেন, 'আমরা ক্রিকেট খেলে যে অভিজ্ঞতাটা নিয়েছি সেটা আমরা দেশের মানুষকে ভাগাভাগি করতে পারছি না। এটা কিন্তু দুঃখ লাগে যে কেন পারছি না। দিন দিন কোচিংয়ের জায়গাটার উন্নতি হচ্ছে এটা ভালো। সালাহউদ্দিন কোচ হিসেবে যাচ্ছে, ফলাফল ভালো হলে ভালো হবে। খেলবে তো প্লেয়ার। আমরা কোচ হিসেবে কাজ করি আমরা হয়তো তাদের টিপস দিচ্ছি।'
রফিক আরও বলেন, 'এখানে আমাদের শেখার কিছু নাই, খেলবে কিন্তু ওরাই। দেখতে হবে টিপস যে দিচ্ছি সেটা ওরা কাজে লাগাচ্ছে কিনা। এটা সবচেয়ে বড় বিষয়। বাংলাদেশের কোচরা কাজ করছে একটি ইতিবাচক দিক। হতে পারে আপনি তাড়াতাড়ি ফলাফল পাবেন না। যখন সাড়া বাংলাদেশে স্থানীয় কোচ ছড়িয়ে যাবে সবাই সবাইকে চিনবে। তখন ফলাফলটা ভালো পাবেন।'