ডার্ক মোড
Wednesday, 08 January 2025
ePaper   
Logo
যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিবাদ : সিলেট বিভাগীয় কমিশনার

যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিবাদ : সিলেট বিভাগীয় কমিশনার

সিলেট ব্যুরো

সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেছেন, “যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিবাদ- নাগরিক হিসেবে আমাদের সবাইকে এই দায়িত্ব পালন করতে হবে। তিনি আরো বলেন দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর, তাই দুর্নীতি থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে।

দেশের অধিকাংশ সেবাখাত এখন ডিজিটালাইজেশন হওয়ায় দুর্নীতি অনেকাংশেই কমেছে। ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশের নাগরিক হবো, দেশের সকল সেবাখাত তখন ডিজিটালাইজেশন হয়ে যাবে, ফলে তখন কোথাও দুর্নীতির সুযোগ থাকবেনা”।

৯ ডিসেম্বর শনিবার সকাল ৯.০০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এসএম মফিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম; সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: ইলিয়াছ শরীফ, বিপিএম-(বার), পিপিএম; সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেটের সদস্য ও সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন।

এর আগে অতিথিবৃন্দ জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসের উদ্বোধন করেন। পরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন ও দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সনাক সিলেটের ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রæপের সদস্যরা শহরজুড়ে দুর্নীতিবিরোধী ভ্রাম্যমান ক্যাম্পেইন পরিচালনা করেছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন