
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের এমডির মেয়ে নিহত
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীর মেয়ে নাদিহা আলী (৩৭) মারা গেছেন।
নিহত নাদিহা আলী মো. নূর আলী ও সেলিনা আলী দম্পতির দ্বিতীয় কন্যা। যুক্তরাষ্ট্রে জানাজার পর সেখানেই তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরের কাছে সড়ক দুর্ঘটনায় নাদিহার মৃত্যু হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ইউনিক গ্রুপের উপদেষ্টা খন্দকার শওকমত হোসেন।
তিনি বলেন, নাদিহা কানাডায় থাকতেন। শিকাগোয় তার খালাকে দেখতে গিয়েছিলেন। ফেরার সময় এ দুর্ঘটনা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নাদিহা আলীর মৃত্যুতে ইউনিক গ্রুপের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
নাদিহার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান এডভোকেট সালমা ইসলাম এমপি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।