
ফের বাংলামোটরে ককটেল বিস্ফোরণ
নিজ্বস প্রতিনিধি
ফের বাংলামোটরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (৯ জুলাই) রাত ১১টার দিকে রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারের পাশে পদ্মা লাইফ টাওয়ারের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ককটেল বিস্ফোরণের ঘটনা রূপান টাওয়ারের সামনে নয়, পাশে পদ্মা লাইফ টাওয়ারের সামনে ঘটেছে। এখানে আমাদের পুলিশ ২৪ ঘণ্টা দায়িত্বরত আছে।
ডিসি মাসুদ আরও বলেন, রূপায়ন টাওয়ারে কি শুধু জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় আছে? এই টাওয়ারের একটি ফ্লোরে এনসিপির কার্যালয়। এখানে অনেক প্রতিষ্ঠান আছে। ওই ককটেল চলন্ত গাড়ি থেকে ছোড়া হয়েছে। যখন এগুলা বিস্ফোরণ হয় ও ধোঁয়া বের হচ্ছে, তখন বোঝা যায় কিছু একটা হয়েছে। এনসিপির কার্যালয় থেকে দূরে এ ঘটনা ঘটেছে।
এর আগে ২২ জুন বিকেল বাংলামোটর মোড়ে রূপায়ণ টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণ হয়। এরপর ২ জুলাই রাতে বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে।