ডার্ক মোড
Sunday, 13 July 2025
ePaper   
Logo
যমুনা সার কারখানা চালুর দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন

যমুনা সার কারখানা চালুর দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সারকারখানায় গ্যাস সংযোগ দিয়ে পুনরায় চালুর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে তারাকান্দি যমুনা সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিবিএর আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিক ও কর্মচারীরা ঘন্টাব্যাপি প্রধান ফটক অবরোধ করে মানববন্ধন করেন।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নিয়ে কারখানার প্রশাসনিক ভবনের সামনে সমাবেত হয়ে শ্রমিক- কর্মচারীরা সমাবেশ করেন। এতে কারখানার প্রায় ৪ শতাধিক শ্রমিক ও কর্মচারী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চলতি বছরের ১৫ জানুয়ারি গ্যাস সংকটের অজুহাতে কারখানার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ। দীর্ঘ প্রায় ছয় মাস ধরে কারখানায় উৎপাদন বন্ধ থাকায় যমুনার বিভিন্ন মুল্যবান যন্ত্র ও যন্ত্রাংশ নষ্ট হয়ে পড়ার আশষ্কা দেখা দিয়েছে। লোহার যন্ত্রাংশ গুলো জং ধরে গেছে।

যে কোন পদ্ধতি অবলম্বন করে হলেও সারকারখানা চালুর দাবি জানান বক্তারা। না হলে এই কারখানা পরবর্তীতে আর চালু করা সহজ হবে না। এছাড়া যতদিন যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ না করা হবে ততদিন আমাদের আমাদের আন্দোলন চলবে। প্রয়োজনে বৃহৎ আন্দোলন করা হবে বলেও হুঁশিয়ারী দেন বক্তারা।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন যমুনা সারকারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন